• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব রেকর্ড গড়া সেই ভেড়া আর নেই

  ভিন্ন খবর ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ১৮:৪৬
ক্রিস
অস্ট্রেলিয়ার অতিকায় পশমাবৃত ভেড়া ক্রিস (ছবি : সংগৃহীত)

মেরিনো জাতের বিশাল আকৃতির ক্রিস নামের একটি ভেড়ার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ক্রিসের বয়স ছিল ১০ বছর। এ ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশিত হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ভেড়া ছিল এটি। অস্ট্রেলিয়ার এই প্রাণিটি সূক্ষ্ম লোমধারী মেরিনো জাতের ভেড়া ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই ভেড়াটি গায়ে ছয় বছরের পশম বহন করত। ক্রিসের শরীর থেকে একবারে ৪১ দশমিক ১ কেজি পশম সংগ্রহ করা হয়েছিল। যা বিশ্ব রেকর্ড গড়ে।

ক্রিস নামক ভেড়াটির বয়স হয়ে যাওয়ায় স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়ালসের একটি ফার্মে তার রক্ষণাবেক্ষণকারীরা। মঙ্গলবার তারা এ বিষয়টি জানায়।

সুন্দর, বন্ধুসুলভ ও বুদ্ধিমান এই প্রাণিটিকে হারিয়ে শোকাহত লিটল ওক স্যাঙ্কচুয়ারি ফার্ম কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ক্রিসকে হারিয়ে আমরা শোকাহত।

জানা যায়, মেরিনো জাতের ভেড়ার গড় আয়ু ১০ বছর।

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড