• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিলামে কেনা বাইক রেজিস্ট্রেশন করবেন যেভাবে

  অধিকার ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪
নিলামের জন্য রাখা মোটরসাইকেল
নিলামের জন্য রাখা মোটরসাইকেল (ছবি : সংগৃহীত)

পুলিশ বা কাস্টমস্ কর্তৃক জব্দকৃত গাড়ি আদালতের নির্দেশে আয়োজিত নিলামের মাধ্যমে যে কেউ ক্রয় করতে পারেন। কিন্তু নিলামের মাধ্যমে গাড়ি ক্রয় করার পর কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

নিলামে কেনা গাড়ি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে প্রক্রিয়ার বিষয়ে অনেকেই অবগত নয়। তাই জেনে নিন নিলামে ক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সমূহ।

নিলামে (অকশন) কেনা বাইক রেজিস্ট্রেশন করতে হলে যে প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে তা নিন্মে উল্লেখ করা হলো :-

যে কোনো অকশন (থানা, কাস্টমস) ১। পেপার কাটিং (Paper Cutting) ২। সি.এস. কপি/ তুলনামূলক বিবরণী (C.S. Copy) ৩। সর্বোচ্চ দরপত্র গ্রহণ। ৪। বিক্রয় আদেশ। ৫। বিআরটিএ মোটরযান পরিদর্শক কর্তৃক সিসি নির্ধারণ। ৬। টাকা জমার রশিদ সমূহ। ৭। কাস্টমস অফিসারের মন্তব্য। ৮। কাস্টমস অফিসারের ছাড়পত্র। ৯। কাস্টমস ডেলিভারি অর্ডার। ১০। কাস্টমস ডেলিভারি মেমো। ১১। কাস্টমস ডেলিভারি ইনভয়েস। ১২। নিলাম ক্রেতার অঙ্গিকারনামা। ১৩। বিক্রেতার ১৫০ টাকার এফিডেভিট। ১৪। ক্রেতার ১৫০ টাকার এফিডেভিট। ১৬। টি.ও , টি.টি.ও, বিক্রয় রশিদ। ১৭। ক্রেতার টি.আই.এন. সার্টিফিকেট। ১৮। মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটি সরেজমিনে পরিদর্শন। ১৯। এইচ ফরম পূরণ। ২০। পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ-এর অনুমোদন। ২১। টাকা জমার রশিদ সমূহ।

এরপর রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সাধারণ বাইক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মতোই।

ওডি/এসএস

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড