• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফোনে কথা বলতে বলতে বিষাক্ত সাপের উপর বসলেন নারী, ছোবলে মৃত্যু

  ভিন্ন খবর ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯
সাপ
(ছবি : সংগৃহীত)

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা বল‌তে বলতে একপর্যায় জোড়া সাপের উপর বসে পড়লেন স্ত্রী। তাৎক্ষণিক সাপ ছোবল দিয়ে বসে। এতে মৃত্যুর কোলে ঢোলে পড়েন গৃহবধূ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উত্তর প্রদেশের গোরখপুরের রিয়ানভ গ্রামে অস্বাভাবিক এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, গীতা সিং যাদব নামে ওই নারীর স্বামী জয় সিং যাদব কর্মসূত্রে থাইল্যান্ড থাকেন।

গত বুধবার রাতে বিদেশে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন স্ত্রী গীতা। কোনো এক ফাঁকে তাদের শোয়ার ঘরে সাপ দুটি ঢুকে পড়েছিল। এদিকে ফোনে ব্যস্ত গীতা খেয়ালই করেন নি বিষাক্ত সাপ বিছানার চাদরের উপর বসে থাকা সাপ দুটিকে। কথা বলতে বলতে সাপের উপরই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ছোবল মারে সাপ দুটি। চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে অজ্ঞান গীতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে গীতার বাড়ির লোকজন সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলেন।

এ ঘটনায় পশু চিকিৎসকরা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, সাপ দুটি সঙ্গমে লিপ্ত ছিল, যে সময় গীতা তাদের উপর বসে পড়েন। সেজন্যই রেগে গিয়ে ছোবল মেরেছিল সাপ। মানুষদের সাপ সম্পর্কে আরও সচেতন হতে আবেদন করেছেন পশু চিকিৎসকরা।

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড