• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত ঘোষণার পরদিন মর্গে জেগে উঠলো বৃদ্ধ!

  ভিন্ন খবর ডেস্ক

২৫ জুন ২০১৯, ১০:৪৮
মর্গ
ছবি : প্রতীকী

হাসপাতালে থাকা চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন। লাশ পাঠিয়ে দেওয়া হয় মর্গের হিমঘরে। সেখানে রাতভর পড়েছিল সেই মৃতদেহ। সকালে হিমশীতল দেহকে নেওয়া হয় লাশকাটা ঘরে। আর তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা।

নড়ে ওঠে মৃতদেহ। তাও আবার একবার বা একপলকের জন্য নয়। নিজেকে সামলে নিয়ে মৃতদেহ পরীক্ষা করেন পোস্টমর্টেমের ডাক্তার। দেখেন, মৃতদেহের চোখের পাতা নড়ছে, শীতল দেহে ফিরেছে প্রাণের উষ্ণতা।

এবার ডাক্তার পুরোপুরি নিশ্চিত হন যে মৃত নয়, বেডে থাকা দেহ জীবিত। এরপর ৭২ বছরের সেই বৃদ্ধের সঙ্গে কথাও বলেন তিনি।

এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জেলা হাসপাতালে। যদিও এ ঘটনার পর কেবল ৯০ মিনিট বেঁচে ছিলেন ওই বৃদ্ধ রোগী। তবে বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যে চিকিৎসক রোগীকে 'মৃত' ঘোষণা করে, অটোপসি করতে পাঠিয়েছিলেন, তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যেই।

ওডি/এনএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড