• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই মায়ের এক সন্তান!

  অধিকার ডেস্ক    ১৬ এপ্রিল ২০১৯, ০৮:২২

আইভিএফ
ছবি : সংগৃহীত

একজন মা সন্তানের জন্ম দেবে এটাই স্বাভাবিক। তবে কখনো কি শুনেছেন ২ জন মা মিলে এক সন্তানের জন্ম দিয়েছে? শুনতে উদ্ভট মনে হলেও এমন ঘটনাই ঘটেছে গ্রিসে। বিশ্বে এই প্রথম ২ মা মিলে এক সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটল।

অর্থাৎ দুজন মায়ের ডিম্বাণুর সঙ্গে পুরুষের শুক্রাণুর মিলন ঘটিয়ে এ সফলতা পেয়েছে গ্রিস ও স্পেনের চিকিৎসকদের একটি দল। গত ৯ এপ্রিল দুজন মায়ের এই এক সন্তানের জন্ম হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, জন্মের সময় শিশুটির ওজন হয় ২ দশমিক ৯ কেজি। শিশু ও তার জন্মদাত্রী সুস্থ আছেন। মূলত ‘আইভিএফ’ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই সন্তানের জন্ম দেওয়া হয়।

এই পদ্ধতি অবলম্বন করে দুই নারী মিলে এক সন্তান জন্মদানের ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছে। গ্রিসে যে নারীর ওপর এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার বয়স ৩২ বছর।

জানা যায় এর আগে ওই নারী চারটি ব্যর্থ প্রক্রিয়া সহ্য করেছিলেন। পঞ্চমবারে এসে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন।

ওডি/এনএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড