• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবধান, ফুল ছুঁলেই বিপদ!

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৭

এশিয়ান ব্লিডিং হার্ট
এশিয়ান ব্লিডিং হার্ট (ছবি : ইন্টারনেট)

সাধারণ ফুল থেকে দেখতে বেশ কিছুটা ভিন্ন এ ফুল। এ যেন ভালোবাসার জলজ্যান্ত প্রতীক। ভালো নজরে দেখলে মনে হবে যেন হৃদপিণ্ড গড়িয়ে পড়ছে এক ফোঁটা রক্ত। ইংরেজিতে এই ফুলের নামও তাই ‘ব্লিডিং হার্ট’। এই ফুলের সৌন্দর্য দেখলেই আপনার ইচ্ছে করবে একটু ছুঁয়ে দেখতে। কিন্তু ভুলেও সে কাজ করতে যাবেন না। কেন?

দেখতে সুন্দর হলেও এই ফুল সাংঘাতিক। কারণ, ‘এশিয়ান ব্লিডিং হার্ট’ নামে পরিচিত এই ফুলের পুরো শরীর জুড়ে রয়েছে বিষের থলি। এই ফুল ছুঁলেই হবে সর্বনাশ। মৃত্যু হয়ত হবে না, কিন্তু আপনাকে বেশ অনেকদিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে এ ফুল।

এশিয়ান ব্লিডিং হার্ট

জানা যায়, এ ফুল ছুঁলে পুরো শরীরে অ্যালার্জি ছড়িয়ে পড়ে, লাল দাগে ভরে যায়। দেখা দেয় শ্বাসকষ্ট। এর সঙ্গে দেখা দিতে পারে বমি ভাব। সব মিলিয়ে এই ফুল বেশ বিপজ্জনক।

তাই চোখের সামনে এই ফুল দেখলে দূর থেকেই সৌন্দর্য উপভোগ করুন। কাছে গিয়ে নিজের দুর্দশা না ডাকাই মঙ্গল।

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড