• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপকেকের টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ড!

  অধিকার ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬

কাপকেক
ছবি : সংগৃহীত

এবার কাপকেক দিয়ে অন্যরকম রেকর্ড করলো চেন্নাইয়ের এক সংস্থা। কাপকেকের সাহায্যেই বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো তারা। ‘প্রীতি কিচেন অ্যাপ্লায়েন্স অ্যান্ড ফুড কনস্যুলেট চেন্নাই’ নামের এই সংস্থা ১৮ হাজার ৮১৮টি কাপকেক দিয়ে এই টাওয়ারটি তৈরি করেছে। টাওয়ারটির উচ্চতা ছিল ৪১ ফুট ৮ ইঞ্চি।

এই কেক টাওয়ারটি তৈরি করা হয়েছিল চেন্নাইয়ের ফোরাম বিজয়া মলে। ওই সংস্থার কর্মীরা প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় এই টাওয়ার বানাতে সক্ষম হন। টাওয়ারে ব্যবহার করা কেকগুলো তৈরি করা হয়েছিল শপিংমলেই।

টাওয়ারটি বানানোর জন্য এ ছোট ছোট কাপকেক ব্যবহার করা হয়েছিল সেগুলির প্রত্যেকটির ওজন ছিল ৭০ গ্রাম। কেক দিয়ে তৈরি টাওয়ারটির ওজন ১ দশমিক ৩ টন।

জানা যায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এই কেক টাওয়ারের উচ্চতা মেপে সার্টিফিকেট দেওয়ার পর এই টাওয়ারে ব্যবহার করা কেকগুলো সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড