ভিন্ন খবর ডেস্ক
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুরের নাম টবি কেথি। বয়স তার বয়স ২১ বছর ৬৬ দিন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ফ্লোরিডার চিহুয়াহুয়া প্রজাতির ছোট্ট এই কুকুরটি।
ইনস্টাগ্রামে এক পোস্টে টবির এই স্বীকৃতির কথা জানিয়ে পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর হিসেবে মনোনীত করা হয়েছে। কুকুরটির মালিক জিসেলা শোর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনক্রেসের বাসিন্দা।
জানা যায়, জিসেলা কুকুরটিকে দত্তক নিয়েছিলেন কিছুদিন আগে। তারপর থেকে কুকুরটি তার সঙ্গেই থাকছে। এক বয়স্ক দম্পতির কাছে ছোট থেকে বড় হয়েছে টবি। তবে এখন সে এবং তার মালিক দুজনেরই বয়স হয়েছে। যে কারণে তার মালিক ঠিকভাবে তার দেখাশোনা করতে পারছিল না। আবার টবিও বয়সের জন্য আগের চেয়ে একটু দুর্বল। এজন্য তারা কুকুরটিকে রাখতে না চেয়ে একটি এজেন্সির কাছে দিয়ে যান। সেখান থেকে জিসলা কুকুরটিকে দত্তক নেন। তারপর তিনি টবির জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। টবির বয়স জেনে বিভিন্ন পরীক্ষা করেন তারা। এরপরই এই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুরের স্বীকৃতি দেওয়া হয় টবিকে।
উল্লেখ্য, চিহুয়াহুয়া প্রজাতির কুকুর সাধারণত ১২-১৮ বছর পর্যন্ত বাঁচে। তবে টবি কেথি এখন গিনেস বুকে নাম তুলে ফেলেছে।
ওডি/জেআই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড