• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে চলবে বাসের মতো, রেললাইনে হয়ে যাবে ট্রেন!

  ভিন্ন খবর ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩৮
ডুয়েল মোড ভেহিকল
ডুয়েল মোড ভেহিকল। (ছবি: সংগৃহীত)

সড়কে চলবে বাসের মতো, আবার রেললাইনে হয়ে যাবে ট্রেন- এমনই এক যান চালু হয়েছে জাপানে। ‘ডুয়েল মোড ভেহিকল’ (ডিএমভি) নামে যানটি শনিবারই প্রথম জনসমক্ষে এসেছে।

জানা গেছে, জাপানের কাইয়ো শহরেই প্রথম চলবে এ ডিএমভি। এটি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন তা রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। আর রেললাইনে চলবে স্টিলের চাকায়।

আসা কোস্ট রেল কোম্পানি তৈরি করেছে ডিএমভি। এ নিয়ে কোম্পানির সিইও জানিয়েছেন, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এ যান খুবই কাজে লাগবে। ছোট শহরে পরিবহন সংস্থাগুলো লাভের মুখ সে অর্থে দেখতে পায় না। এই যান বদলে দিতে পারে সেই অবস্থা।

তিনি আরও বলেন, ডিএমভি বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তারপর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।

আরও পড়ুন : সমুদ্রে হেঁটে বেড়ায় যে অদ্ভুদ মাছ

জানা গেছে, ডিএমভিতে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারেন। রেললাইনে তা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলতে পারে। তবে সড়কে এর গতি আরও বেশি। ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার বেগে সড়কে এ যান চলতে পারে বলে জানিয়েছে আসা কোস্ট রেল কোম্পানি। যানটিতে ব্যবহার করা হচ্ছে ডিজেল।

ওডি/জেআই

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড