ভিন্ন খবর ডেস্ক
ছেলের হবু বউকে দেখে বিয়ের দিন সন্দেহ হয় মায়ের। পরে জানা যায়, ছেলের বউ মানে হবু পুত্রবধূ মূলত তারই মেয়ে, যে হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে চীনের সুঝোকু প্রদেশে।
জানা গেছে, বিয়ের দিন ছেলের বউয়ের হাতে একটি দাগ দেখে সন্দেহ হয় মায়ের। এতে মেয়েটির বাবা-মায়ের কাছে প্রশ্ন করা হয় কন্যাসন্তানটি কি তাদের দত্তক নেওয়া কিনা। পরে জানা যায়- প্রায় ২০ বছর আগে ওই মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।
হাতের ওই একটি দাগ থেকেই মেয়েটির আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর ঘটনা অন্য দিকে মোড় নেয়। মেয়েটি বিয়েতে আপত্তি জানায়। কিন্তু সমস্যার সমাধান করে দেন সেই মা-ই।
তিনি জানান, ছেলেটিও নাকি তার দত্তক নেওয়া, তাই বিয়ে করতে কোনও সমস্যা নেই। মেয়েকে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারানোর পর এই ছেলেকেই দত্তক নিয়েছিলেন তিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হয়।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড