• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তরপত্রে বানান ভুল হলেও কাটা যাবে না নম্বর!

  ভিন্ন খবর ডেস্ক

০৬ মার্চ ২০২০, ১২:৩৬
ভারত
বামে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ডানে নির্দেশের কপি (ছবি : সম্পাদিত)

মাধ্যমিকের কিছু বিষয়ের পরীক্ষার উত্তরপত্রে বানান ভুলের ক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ।

সম্প্রতি এই নির্দেশ জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতে লেখা রয়েছে ‘উত্তর শুদ্ধ হলে পুরো নম্বর দেবেন, বানানের হেরফের হলেও নম্বর কাটা যাবে না।’

তবে এ নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। পরীক্ষকদের অনেকের মধ্যেও এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পরীক্ষকদের ধারণা, এমন নির্দেশনার ফলে শিক্ষার্থীদের বানানের ক্ষেত্রে সতর্কতা আরও কমে যাবে।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার জানান, এই রকম নির্দেশ মানে বানান ভুলের গুরুত্ব কমিয়ে দেওয়া, যা কখনোই কাম্য নয়। এমন নির্দেশ বদল হওয়া প্রয়োজন।

আরও পড়ুন : কুয়েটে ‘বিল্টেক ফেস্ট ৪.০’ শুরু

তবে একাধিকবার ফোন বা এসএমএস করেও এই বিষয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কোনো বক্তব্য জানা যায়নি।

ওডি/এমআরকে

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড