• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক আকাশে পাঁচ সূর্য! (ভিডিও)

  অধিকার ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬
সূর্য
বিরল সেই দৃশ্য (ছবি- ইন্টারনেট)

কেউ যদি আপনাকে বলে এক আকাশে অবস্থান করছে পাঁচটি সূর্য, তবে নিশ্চয়ই তাকে পাগল ভাববেন। কারণ, আমরা সবাই জানি, পৃথিবীতে সূর্য একটি। তবে শুনতে অদ্ভুত লাগলেও আকাশে একসঙ্গে পাঁচটি সূর্য দেখার বিরল ঘটনা ঘটেছে।

সম্প্রতি চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় এমন ঘটনা ঘটেছে। সেখানে একসঙ্গে আকাশে পাঁচটি সূর্যের প্রতিফলন জ্বলজ্বল করতে দেখা গেছে। মহাজাগতিক এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হলে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। দৃশ্যটিকে ‘সান ডগ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

আরও পড়ুন : ১৮৩ টাকায় সাড়ে ৪ কোটির ফার্ম জিতলেন এই তরুণী

হুট করে দেখলে ভৌতিক বা অলৌকিক মনে হলেও এমন দৃশ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বাতাসে একগুচ্ছ বরফের ক্রিস্টাল ভাসতে দেখা গেলে, তাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে এমন দৃশ্য দেখা যায়। এতে সূর্যের অপর পিঠের একটি ইমেজ সামনে আসে।

শীতকালের হিমেল প্রবাহ ছাড়া এমন বিরল দৃশ্য দেখা যায় না।

মহাজাগতিক এই ঘটনার ভিডিও-

ওডি/এনএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড