• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দোনেশিয়ায় খোঁজ মিলল সবচেয়ে বড় ফুলের

  অধিকার ডেস্ক

০৬ জানুয়ারি ২০২০, ১২:১৭
র‍্যাফ্লেশিয়া তুয়ান মুদাই
র‍্যাফ্লেশিয়া তুয়ান মুদাই ফুল; (ছবি- ইন্টারনেট)

পৃথিবীর সবচেয়ে বড় ফুল র‍্যাফ্লেশিয়া তুয়ান মুদাই। এবার ফুটন্ত অবস্থায় এ ফুলের খোঁজ মিলল ইন্দোনেশিয়ায়। লাল রঙয়ের বিশাল এই ফুলটির আকৃতি প্রায় ১১১ সেন্টিমিটার বা ৩ দশমিক ৬ ফুট।

কয়েক বছর আগে পশ্চিম সুমাত্রায় একটি ফুল পাওয়া গিয়েছিল যার আকৃতি ছিল ১০৭ সেন্টিমিটার। ইন্দোনেশিয়ায় পাওয়া এ ফুলটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

আদে পুত্রা নামের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এখন পর্যন্ত সবচেয়ে বড় আকৃতির ফুলের রেকর্ড হিসেবে নিজের নাম লিখিয়েছে এই ফুলটি। নষ্ট হয়ে ঝরে যাওয়ার এক সপ্তাহ আগে ফুলটি এর পাপড়িগুলো মেলে দেয়। বিশেষজ্ঞরা পরীক্ষার জন্য ফুলটির কিছু অংশ তাদের সঙ্গে নিয়ে গেছেন।

আরও পড়ুন- গাছেরও আছে একাকিত্ব!

এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বেশ কিছু জায়গাতে এই ফুলটি হয়ে থাকে। এছাড়া ফিলিপাইনেও এর দেখা মেলে। খাদ্যাভ্যাসের দিক থেকে জানা গিয়েছে এই ফুলটি বিশেষ ধরনের গন্ধের সাহায্যে পোকামাকড়কে আকৃষ্ট করে খেয়ে থাকে।

ওডি/এনএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড