• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ের কার্ড দেখালে ৩০ টাকায় মিলবে পেঁয়াজ!

  ভিন্ন খবর ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৬:০০
পেঁয়াজ
মাত্র ৩০ টাকায় পেঁয়াজ (ছবি : সংগৃহীত)

পেঁয়াজের কড়া ঝাঁজে সমস্যায় পড়েছে ভারতের মানুষ। দেশটির বেশ কয়েকেটি রাজ্যে পেঁয়াজের দাম আকাশচুম্বী। এমতাবস্থায় ভারতের বিহার রাজ্যে অদ্ভুত এক ঘোষণা দেওয়া হয়েছে। তা হলো- কেউ বিয়ের কার্ড দেখালে ২৫ রুপিতে দেওয়া হবে পেঁয়াজ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ টাকা।

জানা গেছে, পেঁয়াজের অতিরিক্ত দাম বাড়ার কারণে বেশ সমস্যায় পড়েছে বিহার সরকার। তাই সরকারি উদ্যোগে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে তারা।

ইতোমধ্যে বিহার স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেড কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনপ্রতি মাত্র ৩৫ রুপি দরে দুই কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে। মজার ঘটনা হচ্ছে- কারও বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে ২৫ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে। বিয়ের কার্ড দেখালেই মিলবে এই পরিমাণ পেঁয়াজ।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ১০০ রুপি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কোনো কোনো রাজ্যে আবার পেঁয়াজের দাম কেজি প্রতি ১২০ থেকে ১৩০ রুপিতে পৌঁছেছে। ভারতের কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে ১ লাখ ২০ হাজার কেজি পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড