• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘চেইন স্মোকারের’ ভয়ঙ্কর ফুসফুসে বিস্মিত চিকিৎসকেরা (ভিডিও)

  ভিন্ন খবর ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ০১:৫৬
ফুসফুস
আলকাতরার মতো কালো ফুসফুস (ছবি: সংগৃহীত)

তিনি একজন ‘চেইন স্মোকার’ ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেতেন। ওই ব্যক্তির ফুসফুস দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছে চীনের চিকিৎসকদের। সম্প্রতি এমনই এক ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

৫২ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর পর তার পেট থেকে ফুসফুস বের করে আলকাতরার মতো কুচকুচে কালো রং দেখতে পান চিকিৎসকরা।

বেশ কিছু দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই ব্যক্তি মৃত্যুর আগে অঙ্গ দান করে যান। কিন্তু ডাক্তাররা তার অঙ্গ ব্যবহার করতে পারেননি।

চীনের জিয়াংসু শহরের উক্সি পিপলস হাসপাতালের চিকিৎসক ড. চেন অপারেশনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আলকাতরার মতো ফুসফুসের ভয়ঙ্কর ওই রং।

ড. চেন সাংবাদিকদের বলেন, এই দেশে (চীনে) এমন অনেকেই আছেন যাদের ফুসফুসের অবস্থা এ রকম ভয়ঙ্কর। এই ফুসফুস আমরা অন্যের শরীরে প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অন্য ধূমপানকারীদের সতর্ক করে তিনি বলেন, ভয়ঙ্কর এই ফুসফুসের দিকে তাকিয়ে দেখেন- এখনো ধূমপান করার সাহস আছে?

ডাক্তার চেন বলেন, সিটি স্ক্যানের আগেই ওই রোগী মারা যান। অবশ্য মৃত্যু কিছুক্ষণ আগেই ফুসফুস দান করে যান তিনি।

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড