• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় জামানত খোয়ালেন ২৪ প্রার্থী

  নেত্রকোণা প্রতিনিধিনেত্রকোণা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬
নেত্রকণা
ছবি : দৈনিক অধিকার

নেত্রকোণা জেলার ৫টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীসহ ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ৫টি আসনে বিএনপির ৫ জন প্রার্থীর মধ্যে টিকে রয়েছেন শুধু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মঈনুল ইসলামের কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

৫টি আসনে যে ২৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন তারা হলেন- নেত্রকোণা-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রুহী (আ.লীগের বিদ্রোহী), কমিউনিস্ট পার্টির (সিপিবি) আলকাছ উদ্দিন মীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ।

নেত্রকোণা-২ আসনের বিএনপি প্রার্থী ডা. আনোয়ারুল হক, কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মোশতাক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খোরশেদ আলী, জাতীয় পার্টির প্রার্থী বরকত উল্লাহ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সজিব সরকার রতন।

নেত্রকোণা-৩ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আনোয়ার হোসেন, ইসলামি ঐক্যজোট প্রার্থী এহতেশাম সারওয়ার, জাতীয় পার্টির প্রার্থী জসীম উদ্দিন ভুইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন।

নেত্রকোণা-৪ আসনের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোফাজ্জল হোসেন।

নেত্রকোণা-৫ আসনের বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শামীম হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড