• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নৌকার জাফর উল্লাহকে ফের হারালেন সিংহ নিক্সন

  অধিকার ডেস্ক    ০১ জানুয়ারি ২০১৯, ১৪:১৬

স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) মজিবুর রহমান চৌধুরী নিক্সন ডানে, আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) কাজী জাফর উল্লাহ বামে
স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) মজিবুর রহমান চৌধুরী নিক্সন ডানে, আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) কাজী জাফর উল্লাহ বামে (ছবি : সংগৃহীত)

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে দ্বিতীয়বারের মতো পরাজিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর-৪ আসনে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সিংহ মার্কা নিয়ে পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও নিক্সনের কাছে হেরেছিলেন আওয়ামী লীগের জাফর উল্লাহ। সেবারও স্বতন্ত্র নির্বাচন করে জাফর উল্লাহকে পরাজিত করেন নিক্সন।

ফরিদপুর জেলার ১৪ লাখ ২০ হাজার ৬৭২ জন ভোটারের মধ্যে ৮৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, ‘জেলার চারটি সংসদীয় আসনে বড়ধরনের সহিংসতা ছাড়াই ভোটারা নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করেছেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড