• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী

  পঞ্চগড় প্রতিনিধি

০১ জানুয়ারি ২০১৯, ১১:০৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচন
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের ২টি আসনে ১৪ প্রার্থীর মধ্যে নৌকা আর ধানের শীষের চার প্রার্থী ছাড়া বাকি ১০ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান।

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের মধ্যে এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনের নিয়মেই তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে মজাহারুল হক প্রধান (নৌকা) ১ লাখ ৭৩ হাজার ৮৮৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৩২ হাজার ৫৩৯ ভোট।

এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলাম আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ হাতপাখা প্রতীকে পান ৩ হাজার ৪৫৩, জাকের পার্টির সুমন রানা গোলাপ ফুল প্রতীকে ভোট পান ৩ হাজার ৩৯৯ ভোট, জাতীয় গণতান্ত্রিক পার্টির আল রাশেদ প্রধান হুক্কা প্রতীকে ভোট পান এক হাজার ৪১২, জাতীয় পার্টির আবু সালেক (লাঙ্গল) ৭২৯ এবং ন্যাশনাল পিপলস পার্টির শেখ মো. হাবিবুর রহমান (আম) ১৩২ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটারের সংখ্যা রয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২০৭ ভোটার। এরমধ্যে ভোট প্রয়োগ হয়েছে ৩ লাখ ২০ হাজার ৫৯৭ ভোট

পঞ্চগড়-২ আসনে নূরুল ইসলাম সুজন (নৌকা) এক লাখ ৬৯ হাজার ৫১৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে এক লাখ ১১ হাজার ৯৫ ভোট। এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান প্রধান (হাতপাখা) ২ হাজার ৫২৬, জাতীয় গণতান্ত্রিক পার্টির তাসমিয়া প্রধান (হুক্কা) ১ হাজার ৬৭০, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আশরাফুল আলম (কাস্তে) ৬৪১, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন (লাঙ্গল) ৩৫৪ এবং ন্যাশনাল পিপলস পার্টির ফয়জুর রহমান মিঠু (আম) ১৩২।

এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৮৭৬ জন। এরমধ্যে ভোট প্রয়োগ হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৫৭৫ ভোট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড