• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়া-৪ : বিএনপির সভায় হামলা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৪
নির্বাচন
ভাঙচুর করা মোটরসাইকেল ও সিএনজি (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় চেয়ার ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নির্বাচনি সভা পণ্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করে। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পৌরশহরের দেবগ্রামের বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সকালে দেবগ্রামে বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে একটি পরামর্শ সভা চলছিল। এই সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা করে সভার মধ্যে। হামলায় বেশ কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা ভাঙচুর করেছে তারা যা আমাদের নির্বাচনি প্রচারণায় ছিল। এই ঘটনায় আহত হয়েছে ৪ জন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিকে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভপতি সাহাবুদ্দিন বেগ সাপলু, ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিনের করা অভিযোগ অস্বীকার করে দৈনিক অধিকারকে বলেন, বিএনপির দলের লোক জনই এই ঘটনা ঘটিয়েছে। আমরা ছাত্রলীগের কোন কর্মী এই ঘটনায় জড়িত নয়।

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, এইটি হামলা নয়। বিএনপির নিজেদের মধ্যেই এই ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড