• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জ-২

নৌকার প্রচারণা তুঙ্গে, ছাড় দিতে নারাজ ধানের শীষ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, ১৬:১৭
নির্বাচন
আ. লীগ প্রার্থী মো. জিয়াউর রহমান ও বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পরপরই ভোট যুদ্ধে নেমেছেন প্রার্থীরা। এ আসনে মোট ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. জিয়াউর রহমান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল (হাতপাখা)।

ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকা (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) উপজেলার সর্বত্র মূল প্রতিদ্বন্দ্বী নৌকা ও ধানের শীষের পোস্টারে ছেয়ে গেছে। চলছে বিভিন্ন প্রচার প্রচারণা। এ ছাড়া প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সমানতালে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. জিয়াউর রহমান ইউনিয়ন পর্যায়ে জনসভার অংশ হিসেবে বুধবার (১২ ডিসেম্বর) নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম মঙ্গলবার (১১) নাচোল উপজেলার ভোলার মোড়ে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের পক্ষে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা একযোগে নেমে পড়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে গোমস্তাপুর উপজেলায় বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ও ভোলাহাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম চুন্নুসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সর্বশেষ ভূমিকা নৌকার জয়-পরাজয় নির্ধারণ করবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অপরদিকে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম এখনও দল গোছাতে না পারায় বেশ বেকায়দায় রয়েছেন। তবে তিনি অপর মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি বাইরুল ইসলামও তার অনুসারীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। অচিরেই সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে তৃতীয় প্রার্থী ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল এ আসনের প্রাণকেন্দ্র গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে মঙ্গলবার গণসংযোগ করেছেন।

প্রধান দু’দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে মূলত এ আসনে নৌকা ও ধানের শীষের মূল লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড