• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় প্রার্থীদের ঝুড়িতে জমা হলো দলীয় প্রতীক

  ভোলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬
নির্বাচন
ভোলার চূড়ান্ত প্রার্থীগণ (ছবি : দৈনিক অধিকার)

ভোলার ৪টি আসনে বিভিন্ন দলের ১৫ জন প্রার্থী পেয়েছেন স্ব-স্ব দলীয় প্রতীকের চিঠি। সোমবার (১০ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ আলম ছিদ্দিক এই প্রতীক ঘোষণা, প্রার্থী বা প্রার্থীর পক্ষের নেতাকর্মীদের হাতে প্রতীক বরাদ্ধের চিঠি তুলে দেন।

ভোলার ৪টি আসনে দলীয় প্রতীক পাওয়া ১৫ প্রার্থী হলেন-

ভোলা-১

আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ (নৌকা), বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী মো. কেফায়েত উল্লাহ নজিব (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ মাওলানা ইয়াছিন (হাত পাখা), কমিউনিস্ট পার্টি প্রার্থী এ.কে.এম সোহেল আহমেদ (কাস্তে)।

ভোলা-২

আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল (নৌকা), বিএনপি প্রার্থী হাফিল ইব্রাহিম (ধানের শীষ), ইসলামি আন্দোলন প্রার্থী মো. ওবায়েদুর রহমান (হাত পাখা)।

ভোলা-৩

আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী নুরনবী সুমন (লাঙ্গল), ইসলামী আন্দোলন প্রার্থী মো. মোসলেহ উদ্দিন (হাত পাখা)।

ভোলা-৪

আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম (ধানের শীষ), ইসলামি আন্দোলন প্রার্থী মো. মহিবুল্যাহ (হাত পাখা)।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম ছিদ্দিক জানান, আজ থেকেই তারা প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। প্রচার প্রচারণা চালাতে পারবেন ২৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড