• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে ইসির কাছে সময় চায় আ.লীগ  

  নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০১৮, ১১:৪৪
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ (ছবি : প্রতীকী)

জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে চিঠির উত্তর দিতে নির্বাচন কমিশনের কাছে সময় চাইবে আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এমন খোঁজ খবরও নেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এর আগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার নয়, প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশনের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণ এখন আনুষ্ঠানিকতা মাত্র।

বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে হতাশ কেন প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে তাদের হতাশার মধ্যেও আশার আলো আছে। তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা নির্বাচনে আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড