• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংল্যান্ডে ফ্রি পড়াশোনার সুযোগ

  আরিফুল ইসলাম আরিফ

০৫ মার্চ ২০১৯, ১৫:৫৩
ইংল্যান্ড
ছবি : প্রতীকী

স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ কে না পেতে চায়। এবার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপে ২০১৯ আবেদন নেওয়া শুরু হয়েছে। স্কলারশিপের আওতায় থাকা শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। মাসে মাসে পাবেন লক্ষাধিক টাকা। ওই স্কলারশিপ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে মাস্টার্স প্রোগ্রামেও আবেদন করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত :

যেসব সুবিধা পাবেন :

১. পুরো টিউশন ফি

২. মাসে ১০৮৪ পাউন্ড (লন্ডন মেট্রোপলিটন এরিয়ার ভেতরে বিশ্ববিদ্যালয় হলে ১৩৩০ পাউন্ড) স্টাইপেন্ড। বাংলাদেশী টাকায় যা প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা

৩. আসা-যাওয়ার বিমান ভাড়া

এছাড়া, থাকছে গরম কাপড়ের জন্য এলাওয়েন্সও। আবেদনকারী বিধবা, ডিভোর্সড বা সিঙ্গেল প্যারেন্ট হলে সঙ্গে করে যাওয়া সন্তানদের জন্য মাসিক ভাতাও পাবেন।

আবেদনের যোগ্যতা :

১. বাংলাদেশী নাগরিক হতে হবে

২. অনার্সে অন্তত ৬০% নাম্বার পেতে হবে

৩. যে প্রোগ্রামে আবেদন করবেন সে প্রোগ্রামের আইইএলটিএস রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে

যেভাবে আবেদন করতে হবে : প্রোগ্রাম এবং স্কলারশিপে আলাদা আলাদা করে আবেদন করতে প্রোগ্রামে আবেদনের প্রসিডিউর সংশ্লিষ্ট প্রোগ্রাম পেজে পাওয়া যাবে। একজন আবেদনকারী স্কলারশিপে আবেদনের সময় সর্বোচ্চ তিনটি প্রোগ্রামের নাম দিতে পারবেন। কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের ইলেক্ট্রনিক এপ্লিকেশন সিস্টেমে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। স্কলারশিপে আবেদনের সময় ৩ জন রেফারেন্সের (যারা আপনার অ্যাকাডেমিক শিক্ষক ছিলেন আন্ডারগ্র্যাজুয়েটে) নাম-ঠিকানা দিতে হবে। তাদের প্রত্যেকের কাছে স্বয়ংক্রিয়ভাবে মেইল যাবে। তাদেরকে অনলাইনে রেফারেন্স ফরম পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৪ মার্চ ২০১৯। উল্লেখ্য, আবেদনের ফল আবেদনকারীদেরকে জুলাই মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড