• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদেশে পড়াশোনায় আগ্রহীদের জন্য অ্যাপ্লিকেশনস ডে

  শিক্ষা ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১৮:৪৯
বিদেশে পড়াশোনা
বার্ষিক অ্যাপ্লিকেশনস ডে অনুষ্ঠানে একসঙ্গে শিক্ষার্থী ও আয়োজকরা (ছবি : সংগৃহীত)

বিদেশে পড়াশোনায় আগ্রহীদের কী ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে সে বিষয়ে ধারণা দিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক অ্যাপ্লিকেশনস ডে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস।

অনুষ্ঠানে জানানো হয়, বিদেশে পড়তে যেতে হলে অন্তত এক বছর আগে থেকেই পরিকল্পনা থাকা জরুরি। প্রথমেই একজন শিক্ষার্থীকে ঠিক করতে হবে তিনি কোন দেশে পড়তে যেতে চান। কারণ, একেকটি দেশের পড়াশোনা, খরচ, ভর্তি চাহিদায় পার্থক্য আছে। দেশ বাছাইয়ের পরে ঠিক করতে হবে পছন্দের বিষয় ও আর্থিক সামর্থ্যের সঙ্গে মিলিয়ে কোন শহরের কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যেতে পারে। এ ক্ষেত্রেও একেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ম বা চাহিদা, টিউশন ফির সঙ্গে আরেকটি বিশ্ববিদ্যালয়ের পার্থক্য থাকে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এবং জাপানের ১৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী কর্মকর্তার সঙ্গে দেখা করার সুযোগ পান। তারা বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদনের আগে ও পরের করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি সঙ্গে থাকা শিক্ষার্থীদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক আবেদন জমা করার সুযোগ দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের জন্য ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। বৃত্তির জন্য বিবেচিত হতে হলে শিক্ষার্থীদের বছরের প্রথম দিকে আবেদন করা প্রয়োজন।

আরও পড়ুন : গলাকাটা টিউশন ফি বন্ধ করতে আসছে নীতিমালা

মেইসেসের ব্যবস্থাপনা পরিচালক রওহাম মনজুর বলেন, ২০০৭ সাল থেকে সাড়ে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিদেশি ডিগ্রি অর্জনে সহায়তা করেছে মেইসেস। এটি কয়েক বছর ধরে বিদেশে পড়াশোনার বিষয়ে মতামত বিনিময়ের জন্য শীর্ষস্থানীয় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড