• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নার্সিং শিক্ষার্থীদের লাইসেন্সিং পরীক্ষার দাবি

  শিক্ষা ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ১৭:৪০
নার্সিং শিক্ষার্থী
লাইসেন্সিং পরীক্ষার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি (ছবি : সংগৃহীত)

আট হাজার শিক্ষার্থীর কম্প্রিহেনসিভ বা লাইসেন্সিং পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দ্রুত কারিগরিমুক্ত কম্প্রিহেনসিভ পরীক্ষার দাবিতে তাদের এই আন্দোলন অব্যহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিজয়নগরের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে এ কর্মসূচি পালন করছেন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া তারিফ নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার তারিখ না দেয়া পর্যন্ত আমরা আর বাসায় ফিরব না। আমাদের পরীক্ষা নিতে হবে। না হলে আমরা আন্দোলন বন্ধ করব না। আমাদের দাবি মানতেই হবে। প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেব আমরা।’

তিনি আরও বলেন, ‘সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী আট হাজার শিক্ষার্থীর কম্প্রিহেনসিভ বা লাইসেন্সিং পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অপেক্ষমান পরীক্ষার্থী ও বিভিন্ন কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এর সমাধান জরুরি। না হলে আরও আন্দোলন হবে।’

ঢাকা নার্সিং কলেজ থেকে নার্সিং পাস করেছেন মাহমুদা পারভিন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘আমরা চাই কারিগরিমুক্ত কম্প্রিসেনসিভ পরীক্ষা নেয়া হোক। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট’ নামের একটি কোর্স আছে। ওই কোর্সের অধীনে যারা আছেন, তারা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে আসার জন্য আবেদন করেছেন। তারা চান, তাদের পরীক্ষা নেয়া হোক। সে জন্য জটিলতা সৃষ্টি হয়েছে। তারা কোর্টে একটি মামলাও করেছেন। ওই মামলার রায় হবে আগামী ২৪ তারিখ। তাদের জন্য আমাদের পরীক্ষা নেয়া হচ্ছে না। আমরা চাই, আমাদের পরীক্ষা নেয়া হোক এবং তাদের বাদ দেয়া হোক। তাই আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি।’

ঢাকা নার্সিং কলেজের আরেক শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাউন্সিলের ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, মামলার বিষয়টি দেখছি। এটা নিয়ে কাজ চলছে। দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে।’

শিক্ষার্থীদের দাবি, ‘মেডিকেল বা নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে যেমন প্রকৌশলী বা স্থপতিদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় না; তেমনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও চিকিৎসা শিক্ষা বা নার্সিং শিক্ষা পরিচালনার কোনো সুযোগ নেই।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড