• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনশন কর্মসূচি কাল, বিপক্ষে অনেক শিক্ষক

  শিক্ষা ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৩:৪৩
অনশন
শিক্ষকদের অনশন (ছবি: সংগৃহীত)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়ায় অনশন কর্মসূচিতে যাচ্ছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা। শুক্রবার (১৮ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর অনশন কর্মসূচি স্থগিত রাখা হয়।

সোমবার (২১ অক্টোবর) থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরু করবেন শিক্ষক-কর্মচারীদের একাংশ।

শিক্ষামন্ত্রীর সাথে ননএমপিও শিক্ষক নেতাদের আড়াই ঘণ্টার বৈঠকে দাবি মানার কোনো আশ্বাস পাননি শিক্ষকরা। তাই ফের অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ এবং সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার। যদিও এমপিও নীতিমালা অনুযায়ী শুধু যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার।

তবে, গণ অবস্থানরত শিক্ষকদের অনেকেই আমরন অনশনের পক্ষে নন বলে মতামত দিয়েছেন। বিশেষ করে যাদের প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়েছে তারা কোনোভাবেই আমরণ অনশন করতে চান না। এর আগেও কয়েক দফা অনশন করেছেন তারা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড