• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই

  অধিকার ডেস্ক    ২১ অক্টোবর ২০১৯, ১০:১১

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। বিদ্যমান নীতিমালায় যোগ্য বিবেচিত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

রবিবার (২১ অক্টোবর) ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ দিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় স্বীকৃতির মানদণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া সোমবার থেকে অনশন শুরুর ঘোষণা দিয়েছে ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা।

জানা যায়, সকল শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারীদের একাংশ।

শিক্ষক নেতারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরু করবেন তারা। শিক্ষামন্ত্রী সঙ্গে ননএমপিও শিক্ষক নেতাদের বৈঠকে দাবি মানার আশ্বাস না পাওয়ায় আবারও অনশনে শুরু করার ঘোষণা দিয়েছে বলে জানান শিক্ষকরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড