• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চতুর্থ দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

  শিক্ষা ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৪:১৫
এমপিওর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা (ছবি সংগৃহীত)

বেতন-ভাতা আপগ্রেড ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগ্য-অযোগ্য নির্বিশেষে একযোগে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন কর্মসূচি চলছে।

শুক্রবার (১৮ অক্টোবর) চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা।

গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ফোনালাপ হওয়ায় পূর্ব ঘোষিত অনশন কর্মসূচি প্রত্যাহার করে করেন শিক্ষক নেতারা। তবে, এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে তারা।

আগামী রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সাথে ননএমপিও শিক্ষক নেতাদের আলোচনায় বসার কথা রয়েছে। সভার আগ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা।

শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি তুলে ধরবেন শিক্ষক নেতারা। তবে, ননএমপিও শিক্ষকদের অপর অংশের নেতা মো. এশারত আলী এ আন্দোলনে নেই বলে জানিয়েছেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন তাই অনশন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী রোববার বৈঠকে এমপিও নীতিমালায় পরিবর্তন-সংশোধনের বিষয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত জানাব।’

প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অধিকার আদায়ের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছি। নতুন নীতিমালাটি ২০১৮ খ্রিষ্টাব্দে জারি করা হলেও আমাদের প্রতিষ্ঠানগুলো নতুন না। আমরা দীর্ঘদিন ধরে পাঠদান করিয়ে আসছি। ৫ হাজার ২৪২টি প্রতিষ্ঠান স্বীকৃতি পেলেও নীতিমালার কথা বলে আমাদের দমিয়ে রাখা হচ্ছে।

শিক্ষকরা আরও জানান, ‘আমরা নীতিমালা মানি না। নীতিমালা একটাই একাডেমিক স্বীকৃতি। নতুন এমপিও খুবই কঠোর। এ নীতিমালা রাজনৈতিকভাবে পর্যালোচনা করা হয়নি। শিক্ষক সমাজ বা সুধী সমাজ থেকেও তা পর্যালোচনা করা হয়নি’।

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সারাদেশ থেকে আগত কয়েকশ ননএমপিও শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেছেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড