• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বদলির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান ২৫ অক্টোবর

  শিক্ষা ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ০৯:৫৬
এমপিওভুক্ত শিক্ষক
অবস্থান কর্মসূচি (ছবি : সংগৃহীত)

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বদলি বাস্তবায়ন কমিটি। আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এরপরে পদযাত্রা পালন করবেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. হারুন অর রশিদ ও সদস্য-সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।

কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ জানান, বদলি আমাদের একান্ত দাবি। এ দাবি আদায়ে আমরা কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর নির্দেশে ২০২০ সালের আগেই বদলি চালুর প্রজ্ঞাপন ও অফিস আদেশ প্রদান করবেন।

সদস্য-সচিব সিরাজুল ইসলাম জানান, বদলির দাবিতে ঢাকার রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে দলমত ভুলে প্রেসক্লাবে আসার আহ্বান জানাই। বদলি না হলে আজীবন একজায়গায় পচে-গলে মরতে হবে। রাজপথে লড়াইয়ের মাধ্যমে বদলি আদায় করতে হবে প্রয়োজনে আমরণ অনশনে যাবে বলেও জানান তিনি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড