• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ২০ অক্টোবর

  শিক্ষা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৫
ঢাকা বোর্ড
ছবি : প্রতীকী

এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ২১ অক্টোবর।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জেএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা বোর্ড।

ওই চিঠিতে কেন্দ্র সচিবদের আগামী ২০ ও ২১ অক্টোবর অফিস সময়ে বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে জেএসসির প্রবেশপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, আগামী ২১ ও ২২ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশপত্র বিতরণ করবেন কেন্দ্র সচিবরা। নিজেরা উপস্থিত থেকে বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন কেন্দ্র সচিবরা। তার অবর্তমানে কেন্দ্র সচিবের প্রাধিকার প্রাপ্ত শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) বোর্ড থেকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে । শিক্ষক ব্যতীত অন্য কেউ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না।

এ দিকে প্রবেশপত্রে কোনো ভুল থাকলে আগামী ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) বরাবর তা সংশোধনের আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড