• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্মস্থলে অনুপস্থিত; ২৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

  শিক্ষা ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০
শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি : প্রতীকী

খুলনার ডুমুরিয়া উপজেলায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে এর যথাযথ জবাব দেওয়ার নির্দেশ দিয়ে এ নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম।

সূত্র জানায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার আকস্মিক পরিদর্শনে গেলে ওই ২৯ শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত পান। সে প্রেক্ষিতেই তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

কর্মস্থলে অনুপস্থিত ২৯ শিক্ষকের মধ্যে রয়েছেন- উপজেলা সদর ডুমুরিয়া ডিগ্রি কলেজের ৯ জন, চুকনগর বালিকা বিদ্যালয়ে ৩ জন, দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ জন, সাহস-নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ও চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষক।

জানতে চাইলে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম জানান, মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করা হয়েছে। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২৯ শিক্ষককে অনুপস্থিত পাওয়া গেছে। সরকারি চাকরি বিধিমালায় সরকারি কর্মচারি নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ-১৯৮২ মতে প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকসহ সরকারি কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের অনুস্থিত পাওয়ায় তাদেরকে শোকজ করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশে এসব শিক্ষকদের বলা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড