• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রধান শিক্ষকদের এটিও এবং টিও পদে পদোন্নতি দেওয়া হবে’

  শিক্ষা ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২২
গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ছবি : সম্পাদিত)

প্রধান শিক্ষকদের এটিও এবং টিও পদে পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বিভাগীয় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি জানান, সহকারী শিক্ষকদের মধ্যে যাদের পাঠদানের মান ভালো হবে, তাদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। বছরের প্রথম দিনে নতুন বই দেওয়া হচ্ছে- এটা বিশ্বের কোনো দেশে নেই। আমরা নীতিমালা করেছি, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। প্রধান শিক্ষকদের এটিও এবং টিও পদে পদোন্নতি দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াহাব। এতে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড