• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমাপনী পরীক্ষা নিতে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু

  শিক্ষা ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১২:৩৭
প্রাথমিক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নিতে গঠন করা হচ্ছে প্রাথমিক শিক্ষা বোর্ড। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এ বোর্ড করার প্রক্রিয়া শুরুও করেছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

জানা যায়, প্রাথমিক শিক্ষা বোর্ড হলে এর অধীনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ. এফ. এম মনজুর কাদির সাংবাদিকদের জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে। যেহেতু প্রতি বছর বিপুল শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে, তাই শুধু অধিদফতরের পক্ষে এই পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এতে অধিদফতরের অন্যান্য কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, প্রাথমিক শিক্ষা বোর্ড করার জন্য আইন করতে হবে। সেটির প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬ হাজার। প্রতিবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় প্রায় ৩০ লাখের মতো শিক্ষার্থী।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড