• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন মাস ধরে স্কুল মাঠে হাঁটু পানি; রয়েছে ডেঙ্গু আতঙ্ক

  শিক্ষা ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১৫:৫৯
এসএমআই একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়
এসএমআই একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছবি : সংগৃহীত)

প্রায় তিন মাস ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের এসএমআই অ্যাকাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে জমে রয়েছে হাঁটুপানি। ফলে চরম বিপাকে পরেছে স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া জলাবদ্ধতার কারণে সেখানে এডিস মশা জন্ম নিতে পারে—এমন আতঙ্কে রয়েছে শিক্ষার্থীদের মাঝে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদা খানম জানান, ‘এটি নিচু এলাকা হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই স্কুলটির সামনের মাঠসহ চারপাশে প্রচণ্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়। সমাবেশ করা যায় না। শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু-আতঙ্ক দেখা দিয়েছে। শিক্ষার্থীদের প্রাণ রক্ষা সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক দিন থেকে খেলার মাঠে পানি জমে রয়েছে। পানি পার হয়ে তাদের বিদ্যালয় ভবনে যেতে হয়। পানি জমে থাকায় সেখানে প্রচুর মশা জন্ম নিয়েছে। মশার ভয়ে বাবা-মা বিদ্যালয়ে আসতে বারণ করছেন।

পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘স্কুলটির জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। তারপরও আমরা পৌরসভার পক্ষ থেকে সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম দেওয়ান বলেন, ‘স্কুলটির জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার বিষয়ে অবগত আছি। সমস্যা সমাধানে সরকারি বরাদ্দের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড