• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোখ হারানো সেই সিদ্দিকের ‘ফার্স্ট ক্লাস’

  মামুন সোহাগ

২২ আগস্ট ২০১৯, ০১:৫৪
সিদ্দিকুর রহমান
মায়ের সঙ্গে সিদ্দিকুর (ছবি : সংগৃহীত)

২০১৭ সালের ২০ জুলাই শাহবাগে পরীক্ষার রুটিনের দাবিতে সহপাঠীদের সঙ্গে আন্দোলনে গিয়ে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারান রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান কিন্তু চোখ হারালেও থেমে থাকেন নি অদম্য সিদ্দিক। ইচ্ছা শক্তির বলে অনার্সে ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অনার্সের পরের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে সিদ্দিকুর বলেন, ‘এখন মাস্টার্স করব। ইতোমধ্যেই কম্পিউটার ও ব্রেইল প্রশিক্ষণ কোর্স শেষ করেছি।’ এছাড়াও নিজ যোগ্যতায় দেশের সর্বোচ্চ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার হতে চান। আর এজন্যই নিজেকে তৈরি করছেন।

স্নাতক পর্যায়ে তার সিজিপিএ ৩.০৭। চোখের আলো ছাড়াই বিশেষ সহযোগীর সহায়তায় অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দেন তিনি।

শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবনের বাকিটা পথ পাড়ি দিতে চান সিদ্দিকুর। চতুর্থ বর্ষের রেজাল্টে ফার্স্ট ক্লাস পাবার পর এমনটাই ব্যক্ত করেন তিনি।

বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানির টেলিফোন অপারেটর পদে চাকরি করছেন সিদ্দিক। জীবনে যা ঘটে গেছে তা নিয়ে আর ভাবতে চান না সিদ্দিক। পিছনে ফিরে তাকানোর সময় নেই। সময় এখন সামনে এগিয়ে যাওয়ার।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড