• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপিওভুক্তির চূড়ান্ত অনুমোদনের প্রহর গুনছে ১৭৬৩টি প্রতিষ্ঠান

  শিক্ষা ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ০৮:৫৮
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

সারাদেশের ১৭৬৩টি বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত করা এসব প্রতিষ্ঠানের তালিকা গেল বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ জানান, আমরা তালিকা চূড়ান্ত করে ১৪ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছি। তালিকাটি অনুমোদনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে প্রজ্ঞাপন জারি হবে।

মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, এমপিওভুক্তির তালিকায় চূড়ান্ত করা ১৭৬৩টি বেসরকারি স্কুল-কলেজের মধ্যে রয়েছেন প্রায় সাড়ে ৫শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এক হাজারের মতো মাধ্যমিক বিদ্যালয়, ৬৭টি স্কুল অ্যান্ড কলেজ, ৯৪টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫৩ বেশি ডিগ্রি (অনার্স-মাস্টার্স) পর্যায়ের প্রতিষ্ঠান।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড