• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল জিলা স্কুলের সামনে বখাটেদের আস্তানা

  শিক্ষা ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৬:৩৬
বরিশাল জিলা স্কুল
বরিশাল জিলা স্কুল (ছবি : সংগৃহীত)

বরিশাল জিলা স্কুলের সামনে বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত সেখানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। যার ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতেও স্থানীয় বখাটেরা এক কিশোরকে মারধর করেছে।

প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, ‘স্কুলের মসজিদ গেটে রাতে এক কিশোরকে মারধর করে ১০-১২ জনের একদল কিশোর। পথচারীরা বাধা দিলেও মারমুখী কিশোরদের থামানো যায়নি। তারা কিশোরদের থামাতে ব্যর্থ হয়ে পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ডাকেন। পরে ট্রাফিক পুলিশ ও পথচারীরা ধাওয়া করে বখাটে কিশোরদের এলাকা থেকে তাড়িয়ে দেন।’

পথচারী আরও বলেন, ‘স্কুলের দুটি গেটে একদল বখাটে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। তারা প্রায়ই নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। শুধু তাই নয়, তারা সেখানে বসে মাদকও সেবন করে। আর কোনো উৎসবের বিষয় থাকলে সেখানে সাউন্ড বক্স বসিয়ে নাচানাচি করে। এমনকি জিলা স্কুলের সামনে থেকে প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, গ্রিন সিটি পার্ক ও মুক্তিযোদ্ধা পার্কে যাতায়াত রত মেয়েদের উত্ত্যক্ত করে তারা।’

স্থানীয় সূত্রে জানা যায়, জিলা স্কুলের ১ম গেটের সামনে রয়েছে বরিশাল সার্কিট হাউস ও ২য় গেটের সামনে রয়েছে বরিশাল ক্লাব। তারপরও এসব বখাটে কিশোররা নিয়মিত এখানে বিশৃঙ্খলা তৈরি করে। দুই গেটের নেতৃত্বে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম রুবায়েত, জাবেদ, সিফাত (ছোট), তাজিন, রিফাত, তাহসিন, রিক্তী, তুষার ও জাহিদ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিবি পুলিশ এ গ্রুপের দুই সদস্য শাওন ও আল-আমিনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, ‘ওই স্থানে আমাদের নিয়মিত অভিযান রয়েছে। কয়েকদিন আগেও ওই গেটে একটি ঘটনায় মামলা হয়েছে।’

বরিশাল জিলা স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ এলে আমরা খতিয়ে দেখব। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। কোনোভাবেই স্কুল গেটে আড্ডাবাজি করতে দেয়া হবে না।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড