• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে শিক্ষক নিয়োগে সমন্বিত নীতিমালা

  শিক্ষা ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ১৩:০০
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে খব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে।

মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার জানান, চলতি মাসে নীতিমালা চূড়ান্ত করতে সভা করবে মন্ত্রণালয়।

জানা যায়, এই নীতিমালার আলোকে অধ্যাপক হতে ১২টি প্রকাশনা ও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে ৩টি প্রকাশনা থাকতে হবে। এছাড়া, পিএইচডি না থাকলে ২১ বছর শিক্ষকতা করে অধ্যাপক হতে হবে। তবে ১২ বছরে অধ্যাপক হওয়া যাবে যদি কোনো শিক্ষককের পিএইচডি থাকে।

এছাড়া, লিখিত পরীক্ষা, ডামি ক্লাস এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে খসড়া নীতিমালায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা জানায়, লিখিত পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগ পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই। এটি নতুন বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োগ করতে পারে।

অন্যদিকে, শিক্ষক নিয়োগ নীতিমালা করার পাশাপাশি শিক্ষকদের গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দাবি জানায় শিক্ষাবিদরা।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ এবং পদোন্নতির প্রক্রিয়া নিয়ে নানা সমালোচনা থাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত শিক্ষক নিয়োগ নীতিমালা নিয়ে কাজ করছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড