• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস ২৩ পরীক্ষার্থী

  শিক্ষা ডেস্ক

১৬ আগস্ট ২০১৯, ১৩:১৩
শিক্ষা বোর্ড যশোর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (ছবি : সংগৃহীত)

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডের ২৩ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এছাড়া ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে, ১৭ জুলাই প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৩১২ জন। পরে গত ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ডগুলো। পুনর্নিরীক্ষণে পত্রপ্রতি ১৫০ টাকা আবেদন ফি গ্রহণ করা হয়। আজ শুক্রবার (১৬ আগস্ট) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এছাড়া ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৮৫ ভাগ এবং ৮ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৪১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড