• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের টাকায় গড়মিল

  অধিকার ডেস্ক    ০৯ আগস্ট ২০১৯, ১০:৫৬

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ঈদ বোনাস ও জুলাই মাসের বেতনের হিসেবে গরমিল পাওয়া গিয়েছে।

জানা যায়, জুলাই মাসে ৫ কোড এমপিওভুক্ত শিক্ষকরা ৩০০ টাকা কম এবং ১০ কোডে এমপিওভুক্তরা ৪০ টাকা বেশি বেতন পেয়েছেন। ফলে গরমিল হয়েছে তাদের ঈদ বোনাস হিসাবেও। কারিগরি শিক্ষা অধিদপ্তরের দাবি ‘অসাবধানতাবশত এ ভুল হয়েছে’।

২০১৮ সালের নভেম্বর মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ প্রবৃদ্ধি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রেক্ষিতে এই বছরের জুলাই মাসে দ্বিতীয় দফার বার্ষিক প্রবৃদ্ধি পেলেন শিক্ষকরা। তবে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ঈদ বোনাস এবং ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ জুলাই মাসের বেতনের হিসেবে কম-বেশি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বার্ষিক বর্ধিত বেতনসহ জুলাই মাসের এমপিও দেওয়ার সময় অসাবধানতাবশত এ ভুল হয়েছে। ৫ কোডে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন ৪৬ হাজার ৯৭০ টাকা হলেও জুলাই মাসে তাদের ৪৬ হাজার ৬৭০ টাকা দেয়া হয়েছে। মূল বেতনে ৩০০ টাকা কম পেয়েছেন তারা। এর ফলে ৫ কোডে এমপিওভুক্ত শিক্ষকরা ৩৭৫ টাকা কম ঈদ বোনাস পেয়েছেন।

এছাড়া ১০ কোডে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন ১৭ হাজার ৬৪০ টাকা হলেও জুলাই মাসে তাদের ১৭ হাজার ৬৮০ টাকা দেওয়া হয়েছে। মূল বেতনে ৪০ টাকা বেশি পেয়েছেন তারা। ফলে ১০ কোডে এমপিওভুক্ত শিক্ষকরা ৫০ টাকা বেশি ঈদ বোনাস পেয়েছেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড