• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৬তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্টের রুল জারি

  শিক্ষা ডেস্ক

২৯ জুলাই ২০১৯, ০৯:৪০
শিক্ষক নিবন্ধন
হাইকোর্ট (ছবি : সংগৃহীত)

১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জাতীয় মেধা তালিকায় থাকা শিক্ষক নিবন্ধনধারী রিটকারীদের নিয়োগ না দিয়ে নতুন করে ১৬তম পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এই রুলের জবাব দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, এনটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদেশ করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) এই আদেশ দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী শারফউদ্দীন আবেদ শুনানি করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, এনটিআরসিএ ঘোষিত জাতীয় মেধা তালিকায় উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা নির্ধারণ না করায় তা ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ৩ (ক)-এর লঙ্ঘন। হাইকোর্টে এ রিট করেন ২২ জন। শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড