• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেট বিভাগে জিপিএ-৫ এ মৌলভীবাজার দ্বিতীয়

  নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, ১৩:২২
এইচএসসি
ছবি : প্রতীকী

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলে সিলেট বোর্ডে পাসের হারে মৌলভীবাজার জেলা পিছিয়ে থাকলেও জিপিএ-ফাইভে রয়েছে দ্বিতীয় স্থানে।

জানা যায়, এ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৯১৫ জন। এর মধ্যে ৬ হাজার ৯’শ ৬৯ জন ছেলে এবং ৮ হাজার ৯৪৬ জন মেয়ে। জেলায় সর্বমোট পাস করেছে ৯ হাজার ৭০১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ১২১ জন ছেলে এবং ৫ হাজার ৫৮০ জন মেয়ে। সেই হিসাবে জেলায় পাসের হার ৬০ দশমিক ৯৬ শতাংশ। তবে জেলায় জিপিএ-ফাইভ পেয়েছে ২০৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১১০ জন ছেলে এবং ৯৭ জন মেয়ে।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৫৯ এবং জিপিএ-ফাইভ এসেছে ৭৭২টি। মৌলভীবাজার জেলায় পাসের হার ৬০ দশমিক ৯৬ এবং জিপিএ-ফাইভ এসেছে ২০৭টি। সুনামগঞ্জ জেলায় পাসের হার ৬৫ দশমিক ৩৯ এবং জিপিএ-ফাইভ এসেছে ২৮টি এবং হবিগঞ্জ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৮০ এবং জিপিএ-ফাইভ এসেছে ৮৭টি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড