• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মীরসরাইয়ে পাসের হার ৬৩.৭৯, আলিমে ৯৫.৭৮

  মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম

১৭ জুলাই ২০১৯, ২২:৫৪
এইচএসসি রেজাল্ট
ছবি : সংগৃহীত

মীরসরাইয়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। মীরসরাইয়ে এবার এইচএসসিতে পাসের হার ৬৩ দশমিক ৭৯, জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের পাসের হার ৯২ দশমিক ৩৩, জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৯০ দশমিক ১২, জিপিএ-৫ পেয়েছে চারজন। নিজামপুর সরকারি কলেজের পাসের হার ৬৩ দশমিক ৫২, জিপিএ-৫ পেয়েছে চারজন। মীরসরাই ডিগ্রি কলেজের পাসের হার শতকরা ৪৭, জিপিএ-৫ পায় একজন। বারইয়ারহাট ডিগ্রি কলেজে পাসের হার ৬৩ দশমিক ০২ ও জোরারগঞ্জ মহিলা কলেজের পাসের হার ৩৮ দশমিক ৩১।

উপজেলায় প্রথম হয় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ।

মাদ্রাসায় পাসের হার ৯৫ দশমিক ৭৮, জিপিএ-৫ পেয়েছে সাতজন। মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার পাসের হার ৯৫ দশমিক ৫৮, আবু তোরাব ফাজিল মাদ্রাসার পাসের হার ৯৫ দশমিক ০৮, জিপিএ-৫ পেয়েছে চারজন, মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পাসের হার ৯৪ দশমিক ২৮, জিপিএ-৫ পায় দুইজন।

জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার পাসের হার ৮৭ দশমিক ৫, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার পাসের হার শতকরা ১০০ ভাগ, জিপিএ-৫ পায় একজন, মাদবারহাট ফাজিল মাদ্রাসার শতকরা ১০০ ভাগ, করেরহাট গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসার পাসের শতকরা ১০০ ভাগ ও শান্তিরহাট আলিম মাদ্রাসার পাসের হার ৭৭ দশমিক ৭৭ ভাগ।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড