• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিকারুননিসা কলেজের সভাপতি ও অধ্যক্ষকে লিগ্যাল নোটিশ

  শিক্ষা ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ২২:০২
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (ছবি : সংগৃহীত)

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চাকরিচ্যুত শিক্ষক হাসনা হেনাকে পুনরায় চাকরিতে বহাল করায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

গত রবিবার (১৪ জুলাই) ভিকারুননিসার অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হক খাঁন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি বেগমকে তিনি এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির ক্ষমতাবলে শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। অথচ ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি অধিকারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও চাকরিচ্যুত শিক্ষক হাসনা হেনাকে অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাকরিতে বহাল করা হয়, যা বেআইনি ও ক্ষমতা বহির্ভূত।

এছাড়া নোটিশে আরও কিছু অনিয়ম ও দুর্নীতির উল্লেখ করে অবিলম্বে হাসনা হেনার চাকরির বিষয়ে নেয়া সিদ্ধান্ত বাতিল ও প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। অন্যথায় পরবর্তী পর্যায়ের আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড