• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার মাদ্রাসা শিক্ষক

  শিক্ষা ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১৩:৪২
মাদ্রাসা
ছবি : প্রতীকী

গাজীপুরের কালিয়াকৈরে সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হলেন এক শিক্ষক ও এক ছাত্র। শনিবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ ঘটনায় চার তরুণ আটক হয়েছেন বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জামাল উদ্দিন। আটকেরা হলেন- কোটবাড়ী এলাকার সাকিব, পায়েল এবং পাইকপাড়া এলাকার আশিকুর। আটক একজনের নাম জানা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করে সাংবাদিকদের বলে, সকাল ১১টার দিকে কয়েকজন ছাত্রী মাদ্রাসার টিউবওয়েলে পানি পান করতে যায়। ওই সময় চার তরুণ মাদ্রাসার সীমানায় ঢুকে তাদের উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ জানায় ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আমিনুর ইসলাম। এতে ওই চারজন তাকে চর-থাপ্পড় মারে।

তারা আরও জানায়, এরপর সেখানে যান মাদ্রাসা শিক্ষক আব্দুল হক। তিনি ছাত্রকে মারধর এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানান। তখন ওই চারজন তাকেও মারধর করে। পরে ঘটনাটি আশপাশের মানুষ জানতে পারে এবং ধাওয়া দিয়ে তাদের তিনজনকে ধরে পুলিশে দেয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড