• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ ছোবাহানিয়া মাদ্রাসা ভবন

  নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই ২০১৯, ১১:১৬
পাহাড় ধস
পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চরম্বা শাহ ছোবাহানিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার টিনের ভবন (ছবি : সম্পাদিত)

চট্টগ্রামের লোহাগাড়ায় সপ্তাহব্যাপী অব্যাহত প্রবল বর্ষণের কবলে পড়ে পাহাড় ধসে পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চরম্বা শাহ ছোবাহানিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার টিনের ভবন। দ্বীনি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি উপজেলার চরম্বা ইউনিয়নের প্রসিদ্ধ মহাজন জামে মসজিদের পার্শ্বে। পাহাড় ধসের কারণে ব্যাহত হচ্ছে ৩য় এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাসেম জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তাদের মাদ্রাসায় টিনের ভবনে শিক্ষার্থীদেরকে শিক্ষক পাঠদান দিচ্ছিলেন। হঠাৎ মাদ্রাসার পার্শ্বে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে ভবনের ভেতরে ঢুকে পড়ে। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জীবন ভয়ে চিৎকার দিয়ে দ্রুতভাবে কক্ষ থেকে বের হয়ে যান। টিনের ভবনে ৩য় এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয় বলে জানান তিনি।

একাধিক শিক্ষার্থী বলেন, পাহাড় ধসের কারণে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ায় মাদ্রাসাটি এখন ঝুঁকিপূর্ণ। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে মাদ্রাসাটি দ্রুত সংস্কার করে দেয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড