• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলের ভাসানী কলেজে ভর্তি বাণিজ্যের অভিযোগ

  টাঙ্গাইল প্রতিনিধি

০১ জুলাই ২০১৯, ২২:১৭
ভাসানী ডিগ্রী কলেজ
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজ (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের দেলদুয়ারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হাসানের বিরুদ্ধে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে বাণিজ্যের অভিযোগ ওঠেছে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় ভর্তি ফি নির্ধারণ করে নীতিমালা জারি করলেও তিনি সে সব মানছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণিতে মফস্বল বা পৌর এলাকার কলেজগুলোতে ভর্তি ফি বাবদ সর্বসাকুল্যে ১ হাজার টাকা আদায়ের নির্দেশনা থাকলেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৬২০ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৩ হাজার ৪৭০ টাকা করে আদায় করছেন। শিক্ষার্থীরা বাধ্য হয়েই বাড়তি ফি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কলেজ থেকে ফরম পূরণ করে টাকা জমা দেয়ার জন্য দুই কিলোমিটার দূরে এলাসিন বাজারে গিয়ে শিওর ক্যাশের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা জমা করছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের রশিদ প্রদান করছে না।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল জানায়, ‘কলেজে ফরম বাবদ ১০০ টাকা দিতে হয়েছে। শিওর ক্যাশে গিয়ে জমা দিতে হয়েছে ৩ হাজার ৫২০ টাকা। কিন্তু কোনো রশিদ দেয়নি।’

সরেজমিনে রবিবার কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হাসানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। পরে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তি ফি’র সঙ্গে মাসিক ৩শ টাকা হারে ৫ মাসের বেতন নেয়া হচ্ছে। যা শিওর ক্যাশের মাধ্যমে কলেজের ব্যাংক হিসাবে জমা হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহসান বলেন, ‘ভর্তির ব্যাপারে কোনো প্রতিষ্ঠানে অনিয়ম হয়ে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাদিরা আখতার বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপারে কোনো অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অনিয়মের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবেনা।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড