• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৮তম বিসিএসে পাস ৯ হাজার ৮৬২

  শিক্ষা ডেস্ক

০১ জুলাই ২০১৯, ১৬:৫৫
বিপিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (ছবি : সংগৃহীত)

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৬২ জন পাস করেছেন। পাসকৃত প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ৩৮তম বিসিএসের লিখিততে ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিশেষ সভা শেষে এই ফল প্রকাশ করে। পিএসসির ওয়েবসাইটে ফলের বিস্তারিত পাওয়া যাচ্ছে। প্রায় এক বছর পর এই ফল প্রকাশ করা হলো।

৩৮তম বিসিএসের লিখিতর ফল প্রকাশে বেশি সময় লাগার কারণ জানতে চাইলে চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘এবারই প্রথমবারের মতো প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের পর তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফল দিতে সময় বেশি লেগেছে।’

চেয়ারম্যান বলেন, ‘খাতা দেখার পাশাপাশি আমরা ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছি। এ ছাড়া পিএসসি অন্যান্য নিয়োগের কাজও করেছে।’

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমরা ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই। তবে সুনির্দিষ্ট তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

২০১৮ সালের ১৩ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। কিন্তু এবারই এর ব্যতিক্রম হলো। ৩৮তম বিসিএসে প্রায় ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড