• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা কার্যভার ভাতা পাবেন

  শিক্ষা ডেস্ক

২৬ জুন ২০১৯, ১৭:১১
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কার্যভার ভাতা দেওয়ার আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ জুন) মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

উপসচিব জাহানারা রহমান স্বাক্ষরিত আদেশটিতে উল্লেখ করা হয়, যেসব সহকারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপনে উচ্চতর পদে বা প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা কার্যভার ভাতা পাবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘একজন কর্মচারীকে নিজ পদের থেকে উচ্চ পদে চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যভার ভাতা প্রাপ্য হবেন’। এ প্রেক্ষিতে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কার্যভার ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড