• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের ৫ শিক্ষককে আত্তীকরণে হাইকোর্টের নির্দেশ

  শিক্ষা ডেস্ক

২৫ জুন ২০১৯, ২১:১০
হাইকোর্ট
হাইকোর্ট (ছবি : সংগৃহীত)

স্ব স্ব পদে সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে আত্তীকরণের জন্য নির্দেশ জারি করেছে হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার দায়ের করা ১টি রিট আবেদনের শুনানি শেষে এই নির্দেশনা দিয়েছেন।

জানা যায়, এদের প্রত্যেকেই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কালই গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ইভা দাস ও সহকারী শিক্ষক পদে নাজমুন নাহার, শিখা রানী সাহা, হাসিনা বেগম ও সেলিনা খাতুন।

মঙ্গলবার (২৫ জুন) রিট কারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়া তিনি আরও বলেন, মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলায় কালই গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ সেলিনা আক্তার ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত হয় এবং বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। জাতীয়করণ হওয়ার পর উপজেলা যাচাই বাছাই কমিটি উক্ত বাদী সেলিনা আকতারকে সহকারী শিক্ষকসহ মোট ৪ জনের নিয়োগের জন্য সুপারিশ করেন। কিন্তু জেলা যাচাই বাছাই কমিটি তার নাম বাদ দিয়ে অন্যান্য শিক্ষকদের নাম সুপারিশ করে। তারই ধারাবাহিকতায় সেলিনা আক্তার বাদী হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড